যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার
প্রকাশিত

চট্টগ্রামের কোতোয়ালি থানার বংশাল রোড এলাকা থেকে যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) ভোর চারটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, একটি সিএনজি অটোরিকশা বংশাল রোডের মুখ থেকে একজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলে, সেই যাত্রী ও তার সহযোগীরা চালকের উপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে চালককে গুরুতর জখম করে এবং জীবননাশের হুমকি দিয়ে তার মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নেয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালি থানার একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চক্রটি পেশাদার ছিনতাইকারী এবং তারা সবাই ড্রাইভিংয়ে দক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ছিনতাইকৃত সিএনজির পার্টস আলাদা করে স্থানীয় বাজারে বিক্রি করতো তারা।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com