সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১১

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১১
প্রকাশিত

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ছাড়াও ২টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২টি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com