
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২টি ধারালো সামুরাই জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও দূস্যতা ও দ্রুত বিচার আইনের মামলার আসামি রয়েছে। শনিবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।