৪০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত

রাজধানীর ওয়ারী এলাকা হতে ৪০০০ পিস ইয়াবাসহ মো. তারেক (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার পর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তারেককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে এসে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে থাকে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com