
বগুড়া জেলার ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদমদিঘী থানাধীন বাগিচাপাড়া এলাকা হতে বগুড়া সদর কোর্ট হাজতখানা থেকে পালানো হত্যা মামলার আসামি মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিককে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি গত ২২ সেপ্টেম্বর বগুড়া জেলার সদর কোর্ট হাজতখানা থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।