মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’র ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’র ৪ সদস্য গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই-বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’র চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার চারজন হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও রোমান (২০)।

র‌্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুরে বেশ কয়েকটি চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। ফলশ্রতিতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ায়।

গত ১৯ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করে র‌্যাব।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রপ’র সদস্য। তারা প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে সাধারণ জনগণকে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র জোর করে নিয়ে যায়।

আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার চারজনকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com