
রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী মাজার রোডে পুলিশ সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করার ঘটনায় প্রাইভেটকারের মালিক মোঃ শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী মোসা. আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:১৫ ঘটিকায় মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে একটি প্রাইভেটকারকে সিগন্যাল অমান্য করার কারনে থামার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি গাড়ির কাগজপত্র দেখতে চাইলে প্রাইভেটকারটির মালিক ও তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে সার্জেন্টকে দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরবর্তীতে উক্ত সার্জেন্ট সাধারণ পথচারীদের সহযোগিতায় তাদেরকে আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করেন।
আটককৃত মোঃ শামীম মোল্লা ও তার স্ত্রী আয়েশা খাতুনকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত মোঃ শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী আয়েশা খাতুনকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।