
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল (৫৮) ২। নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (৪৫) ৩। শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগ সদস্য মো: মানিকুরুর রহমান (৩৫) ৪। সাবেক জাতীয় শ্রমিক লীগের ২২ নং ওয়ার্ড রামপুরার আইন বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: আব্দুর রাজ্জাক শাকিল (৫৯) ৫। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: আলম মাতবর (৫৮) ৬। শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: সাইফুল ইসলাম (৩৭) ৭। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যুবলীগ সদস্য মো: মকছেদ (৩৯) ৮। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো: কায়েম হোসেন (৪১) ৯। চকবাজার থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০) ১০। বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো: নজরুল ইসলাম সুমন (৩৭ ) ১১। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫) ১২। ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০) ও ১৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০.২০ ঘটিকায় খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। মোহাম্মদপুর থানা এলাকায় ২৮ সেপ্টেম্বর দুপুর ০২:০০ ঘটিকা থেকে ২৯ সেপ্টেম্বর ভোর ০৪:৩০ ঘটিকা পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে তামান্না নুসরাত বুবলী, মো: মানিকুরুর রহমান, মো: আব্দুর রাজ্জাক শাকিল, মো: আলম মাতবর, মো: সাইফুল ইসলাম, মো: মকছেদ, মো: কায়েম হোসেন, রিয়াজউদ্দীন আহমেদ মানিক, মো: নজরুল ইসলাম সুমনকে ও এবাদুল হককে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ।
ডিবি-সূত্রে আরও জানা যায়, শনিবার দিবাগত রাত (২৯ সেপ্টেম্বর) আনুমানিক ১২:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগের একটি টিম কাফরুল থানা এলাকা থেকে মাহবুবুল হক হীরককে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৪:২০ ঘটিকায় আশুলিয়া থানা এলাকা থেকে আবিরুজ্জামান ওরফে আবিরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিবি-সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তামান্না নুসরাত বুবলী অনলাইনে তৃণমূল কর্মীদের একত্রিত করার লক্ষ্যে শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ (এসএইচটিএসএল) এর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা শহরে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। গ্রেফতারকৃত মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে এসএইচটিএসএল গঠনের জন্য একযোগে কাজ করা হয়েছে। গ্রেফতারকৃত আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলাসহ মিছিলের নেতৃত্বে ছিলেন। বিশেষ করে ঢাকার মহানগর উত্তর ছাত্রলীগকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া, তিনি প্রচুর বিদেশি অর্থায়ন সংগ্রহ করছেন বলে তথ্য রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।