রাজধানীর গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে তারা। নিহত দুই ব্যক্তি চায়ের দোকানে কাজ করত বলে জানা গেছে।
নিহত দুজনের মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।