

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪০৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি ক্যাভার্ড ভ্যান, ৬৭ টি সিএনজি ও ১৩১ টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৬ টি বাস, ৬৬ টি ট্রাক, ৫১ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ২০৪ টি মোটরসাইকেলসহ মোট ২৯৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯৮ টি বাস, ৩৫ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৫৬ টি সিএনজি ও ৩৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪ টি বাস, ৮ টি ট্রাক, ১৭ টি ক্যাভার্ডর্ভ্যান, ৩১ সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৬ টি গাড়ি ডাম্পিং ও ২৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।