নোয়াখালীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশিত

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম রুবেল (৩৮) রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া উদ্ধার করা হয় ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা। এসব অস্ত্র ও গোলাবারুদ রুবেল নিজেই বের করে দেয় বলে যৌথবাহিনীর সূত্রে জানা গেছে।

চাটখিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, জাহিদুল ইসলাম রুবেল দুই বছর ধরে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আছে। তার কাছে আগ্নেয়াস্ত্র পায়নি। তার ঘরের বাইরে পাওয়া গেছে। আমরা মনে করছি এটা ষড়যন্ত্র। আশা করি তদন্তে একদিন সত্যতা বের হয়ে আসবে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, জাহিদুল ইসলাম রুবেলকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com