

রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযানে মিরপুরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগম (৪০) সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। শাহজাদী বেগম (৪০) ২। বেলি (৩২) ৩। মোঃ রনি (৪০) ও ৪। মোঃ ইসলাম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ২.:৩০ থেকে ভোর ৫.০০ ঘটিকা পর্যন্ত পল্লবী থানা এলাকায় মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়ীতেপল্লবী থানা পুলিশ ও সেনা বাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও এসব উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি মিরপুর ১২ নাম্বার সেকশনের ব্লক-ডি এর মাদক সম্রাজ্ঞী শাহজাদী বেগমের বাড়িতে রাত আনুমানিক ২.:৩০ থেকে ভোর ৫.০০ ঘটিকা পর্যন্ত পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্য যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। ৪৬০ গ্রাম হেরোইনের অবৈধ আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা। এ সময় শাহজাদী বেগম ছাড়াও তার সহযোগী মো. রনি, মো. ইসলাম ও বেলিকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়,শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।