খিলগাঁওয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

শুক্রবার বিকেলে খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়
আটক করা হয়েছে ৪ মাদক ব্যবসায়ীকে

আটক করা হয়েছে ৪ মাদক ব্যবসায়ীকে

প্রকাশিত

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রাসেল হোসেন (৩৪), মো. সাকিব হাসান (২২), মো. আতিকুল হাসান (২৬) এবং শ্রী খোকন চন্দ্র শীল (২০)।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পাশে খিলগাঁও বিশ্বরোডের পাকা রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গঠিত একটি চৌকস টিম সবুজ হাওলাদারের চায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হলে তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com