শাহজালালে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

শাহজালালে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২
প্রকাশিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ (৬৫.২ ভরি) গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটকরা হলেন- মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে মো. কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রীদের মধ্যে সন্দেহ হয়। এতে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এ অবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই ব্যক্তিদেরকে টার্মিনালে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। তাদেরকে জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নেওয়া হয়। সেখানে এএপি অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে ৩টি নীল রঙয়ের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন বলে জানা যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com