
রাজধানীর কোতয়ালী এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করার পর খুন-জখমের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মিজানুর রহমান (৩৮) ও ২। রুজিনা বেগম (২৯)
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় রাজধানীর কোতয়ালী থানাধীন রায় সাহেব মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সৈয়দ আলী দোকানে রুজিনা বেগম নিয়মিতভাবে কোর্টের কাজে যাওয়ার পথে যাতায়াত করতেন। এ সময় রুজিনা স্বল্পমূল্যে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখান। গত ৯ আগস্ট সকালে রুজিনা মোবাইল ফোনে বাদীকে পুনরায় প্রস্তাব দেন। একই দিন বিকেল ০৪:৩০ মিনিটে তিনি বাদীকে ডেমরা থানাধীন শানারপাড় স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে একটি সাদা মাইক্রোবাসে অবস্থানরত ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি বাদীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।চোখ-মুখ বেঁধে খুন ও জখমের হুমকি দিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার পর বাদীকে একটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করে, ছবি ও ভিডিও ধারণ করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীর মানিব্যাগ থেকে ২৬ হাজার টাকা, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে মোট ১ লাখ ২৫ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়। সেদিন রাত ১০টার দিকে অপহরণকারীরা বাদীকে মৌচাক মোড়ে ছেড়ে দেয়। পরে তিনি চিকিৎসা নিয়ে ১৪ সেপ্টেম্বর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন এবং মামলা রুজু হয়। ঘটনার তদন্তে নেমে কোতয়ালী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি মিজানুর এবং রুজিনাকে গ্রেফতার করে।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা ভুক্তভোগীকে অপহরণ করার পর খুন-জখমের ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।