মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতা গ্রেফতার

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতা গ্রেফতার
প্রকাশিত

প্রতি লাখ টাকায় মাসে ২-৩ হাজার টাকা লভ্যাংশের মিষ্টি প্রতিশ্রুতি দিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ নামের সমিতির মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারক চক্র। সেই চক্রের মূল হোতা, একাধিক মামলার এজাহারনামীয় আসামি মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)কে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, মুগদা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত আক্তারুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তারুল ও তার স্ত্রী নার্গিস ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের সমিতির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে। আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে এই সমিতি সাধারণ মানুষের কাছ থেকে জমা নিয়ে উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিত। কিন্তু প্রতিশ্রুত লভ্যাংশ আর ফেরত দিত না।

মুগদা থানা সূত্রে আরও জানা যায়, রুজু হওয়া এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলাসমূহের তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতারকৃত আক্তারুল এর বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় তিনটি প্রতারণার মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

ডিএমপি সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com