

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং নাশকতা চালানোর তৎপরতায় লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠনটি অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আজিম নগর ইউনিয়নস্থ ব্রাক্ষণপাড়ায় জনৈক টিটু সরদারের পরিত্যক্ত বাড়িতে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম মজুদ করে।
ভাঙ্গা থানা পুলিশ আজ বুধবার (১২ নভেম্বর) বিকালে ওই বাড়ি থেকে বোমা তৈরির সময় মোঃ হোসেন রাজ, আহামউদুল রশিদ রাকিব এবং জুয়েল রানা নামে তিন জনকে গ্রেফতার এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে।
উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১৯টি হাতে তৈরি পেট্রোল বোমা, ১৭টি ২৫০ মিলি প্রাণ জুসের খালি কাঁচের বোতল, ২৮টি ২০০ মিলি পেপসির কাঁচের বোতল, ২টি ২০০ মিলি সেভেন আপের কাঁচের বোতল, ১টি ২০০ মিলি কোকাকোলার কাঁচের বোতল , ১৮টি বিভিন্ন রংয়ের টেপ, ১২টি জর্দার টিনের কৌটা, ২৩৫টি বিভিন্ন কোম্পানির দিয়াশলাই বক্স, ২১টি বিভিন্ন আকৃতির সুতার সলতা, ৪ পাতা গান পাউডার, ৬০ গ্রাম দিয়াশলাইয়ের বারুদের গুঁড়া, ১ কেজি সাদা রংয়ের পাথরের গুঁড়া, ২ লিটার পেট্রোল, ১টি চাকু এবং ৩০ গ্রাম দিয়াশলাইয়ের বক্সের কাগজসহ বারুদের ছেঁড়া অংশ।
ফরিদপুর জেলা পুলিশ জেলাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।