বিশ্বের যেকোনো আদালতেই শেখ হাসিনার একই সাজা হতো : চিফ প্রসিকিউটর

বিশ্বের যেকোনো আদালতেই শেখ হাসিনার একই সাজা হতো : চিফ প্রসিকিউটর
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় যে ধরনের সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা বিশ্বের যেকোনো আদালতেই গ্রহণযোগ্য হতো এবং একই ধরনের রায়ই আসত।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শেখ হাসিনাসহ দুই আসামির ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতাবিরোধী অপরাধের মতো জটিল মামলার বিচার করতে সক্ষম হয়েছে এবং তা সফলভাবে করেছে।’ তিনি আরও বলেন, ‘এই মামলায় যে প্রমাণ উপস্থাপন করা হয়েছে, বিশ্বের যেকোনো আদালতে সেগুলো উতরে যেত। তাই আজ যে শাস্তি দেওয়া হয়েছে, পৃথিবীর যেকোনো আদালতেও তা একই থাকত।’

চিফ প্রসিকিউটর বলেন, এই রায় প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। তাঁর ভাষায়, ‘এটি প্রমাণ করেছে—অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে অপরাধ করলে জবাবদিহি করতেই হবে।’

তিনি আরও বলেন, রায়ের মাধ্যমে অন্তত এক হাজার চারশ তরুণের পরিবার সামান্য হলেও স্বস্তি পেতে পারে—আমাদের জন্য এটাই প্রাপ্তি। ‘এই বিচারিক প্রক্রিয়া যদি জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করতে সহায়তা করে, সেটাই আমাদের সাফল্য,’ বলেন তিনি।

উল্লেখ্য, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com