

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মুজাহিদ (১৯) ২। রিপন (৩৪) ৩। সাদ্দাম (১৯) ৪। সুমন (২৯) ৫। শরিফ (৩০) ৬। তৌসিফ হোসেন (২৪) ৭। আব্দুল আল মামুন (২২) ৮। রবিউল (২৪) ৯। আরাফাত হোসেন তুহিন (২৪) ১০। ইলিয়াস হোসেন মিরাজ (৩১) ১১। ডালিম ভুঁইয়া (৫০) ১২। ফুয়াদ (২৪) ১৩। বন্ধন (২০) ১৪। সামসাদ (২৫) ১৫। ইকরাম তোতা (৫৫) ১৬। ইমরান (৩৮) ১৭। আজাদ (২৮) ১৮। ফয়সাল (২৮) ১৯। আরিফ হোসেন (৪৫) ২০। আক্তার হোসেন কাল্লু (৪৫) ২১। শাকিল শিকদার (২৫) ও ২২। মমিন (২৪)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।