৬০ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

৬০ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
প্রকাশিত

৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী ২। জয়নব আক্তার(২৫) এবং ৩। কবির হোসেন (৩০) ও তার স্ত্রী ৪। মোসাঃ চাদনী আক্তার (৩০)

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার দুইটি ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো। তাদের সকলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com