

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ (চৌত্রিশ) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । এদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ তেরজন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো : ১। আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন (৬০) ২। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ (৪৭) ৩। ঢাকা মহানগর উত্তর ১৮ নং ওয়ার্ড নদ্দা ইউনিট আওয়ামী লীগের সদস্য মোঃ খোকন মিয়া (৪৩) ৪। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তানজিম ইব্রাহিম (২৬) ৫। আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজ্জাতুল ইসলাম তুষার (৩৪) ৬। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল (৫৪) ৭। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী মো: আব্দুস সোবহান (৫৩) ৮। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু ৯। ঢাকা মহানগর দক্ষিণ শান্তিনগর বাজার কমিটি যুবলীগের সাবেক সভাপতি মোঃ আদম আলী (৪২) ১০। ঢাকা মহানগর হকার্স লীগ নেতা মো: সারোয়ার হোসেন (৫৮) ১১। ঢাকা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরিফ ইসলাম (১৯) ১২। ঢাকা মহানগর ভাটারা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ রাজু আহমেদ রাজন (৩০) ১৩। সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন (৫৪) ১৪। শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল (৪২) ১৫। আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ বাদশা মিয়া (৫৭) ১৬। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: রুবেল শিকদার (৩২) ১৭। ঢাকা মহানগর দক্ষিন ৮ নং ওয়ার্ড ১নং ইউনিট গোপীবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আল সাফায়ের (২৯) ১৮। মতিঝিল থানা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরী (৫৫) ১৯। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার ০৪নং কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম (৬৬) ২০। বরগুনা জেলার তালতলী থানার ০৫ নং বড়বগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: তানভীর সিকদার জয় (২৭) ২১। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: নিজাম উদ্দিন (৫২) ২২। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: ইসমাইল (২৬) ২৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী শওকত (৪০) ২৪। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: রিফাত হোসেন (২৩) ২৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী রাকিব হোসেন প্র: সুমন (২৫) ২৬। লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল কাদের জিলানী (১৯) ২৭। ফেনী জেলার ফেনী সদর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার (১৯) ২৮। ফেনী জেলার ফেনী সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল ইসলাম (২০) ২৯। লক্ষ্মীপুর জেলার কমলনগর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী মারুফ হোসেন শান্ত (২৪) ৩০। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিকুল ইসলাম (২৮) ৩১। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন (২৫) ৩২। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো: পরান (২৩) ৩৩। কক্সবাজার জেলার রামু থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার কামাল (৩৩) ও ৩৪। তুরাগ থানা ৫৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৪২)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মো: নিজাম উদ্দিন, মো: ইসমাইল, শওকত ও মো: রিফাত হোসেনকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগের একটি টিম।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকায় রমনা থানাধীন ওয়্যারলেস এলাকা থেকে অ্যাডভোকেট বেলাল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ এর লালবাগ জোনাল টিম। পৃথক অভিযানে ওয়ারী থানা এলাকা থেকে মোঃ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এছাড়া শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো: তানভীর সিকদার জয়কে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ এর অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি রমনা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো: আব্দুস সোবহান আজাদকে গ্রেফতার করেছে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে সোমবার (১০ নভেম্বর) মুগদা থানা এলাকা থেকে মোহাম্মদ নাজমুল হাসান মনির চৌধুরীকে গ্রেফতার করেছে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি সাইবার বিভাগ সূত্রে জানা যায়, (০৯ নভেম্বর) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় শনির আখড়া এলাকা থেকে মোঃ মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে ডিবি সাইবার বিভাগের ফাইন্যানশিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। অপরদিকে (১০ নভেম্বর) মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ আহমেদ আল সাফায়েত গ্রেফতার করেছে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। সেইসাথে ডিবি সাইবার (দক্ষিণ) কর্তৃক বাড্ডা থানার আফতাব নগর ও রমনা থানার বাংলা মটর এলাকা থেকে ঝটিকা মিছিলের সময় রাকিব হোসেন প্র: সুমন, আব্দুল কাদের জিলানী, বিজয় মজুমদার, তারেকুল ইসলাম, মারুফ হোসেন শান্ত, মো: রফিকুল ইসলাম, রাকিব হোসেন, মো: পরান ও সরোয়ার কামালকে গ্রেফতার করে। একই তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকায় উত্তরা সেক্টর-৩ থেকে মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার ক্রাইম উত্তর বিভাগ।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকায় ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আজিজুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল জোনাল টিম। একই তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোঃ আদম আলীকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। অপরদিকে সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা- মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পৃথক অভিযানে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সবুজবাগ থানা এলাকা থেকে মোঃ বাদশা মিয়াকে গ্রেফতার করে।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ০৮:০৫ ঘটিকায় মতিঝিল থানা এলাকা থেকে মো: সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি অভিযানিক টিম।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) দুপুর আনুমানিক ০১:৪০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকা থেকে তানজিম ইব্রাহিমকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।
ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বরিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ৩০০ ফিট নীলা মার্কেট এলাকা থেকে শাকিল আহমেদ জুয়েল ওরফে (বাবু) কে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৯ নভেম্বর) বিকাল আনুমানিক ০৩:৩৫ ঘটিকায় বেবিচক কোয়ার্টার, কাওলা, দক্ষিনখান এলাকা থেকে মাহবুবুল আলম পলাশ কে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম। একই তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.২০ ঘটিকায় গুলশান থানাধীন নদ্দা সরকার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম। অপরদিকে সন্ধ্যা আনুমানিক ০৭.৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় থেকে আরিফ ইসলাম ও মোঃ রাজু আহমেদ রাজনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম। সোমবার (১০ নভেম্বর) সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় কলাবাগান এলাকা থেকে মো: রুবেল শিকদারকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।