

২৪ ঘন্টায় নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ ফারুক হোসেন (৬১) ২। মোঃ রুবেল (২৮) ৩। ২। মোঃ খোকন (৪০) ৪। মোঃ সাগর (৪০) ৫। মোঃ শান্ত (২৪)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে রুবেল, খোকন, সাগর, শান্তকে গ্রেফতার করে ।
ডিবি সূত্রে আরও জানা যায়, আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় সবুজবাগ বাসাবো এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও তারা শেখ হাসিনা সংগ্ৰাম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।