মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্য গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্য গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সাগর (২০) ২। রেদোয়ান খান স্বাধীন (২১) ও ৩। মোঃ রাব্বি (২২)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৮.৫০ ঘটিকা হতে ০৯.৩৫ ঘটিকার মধ্যে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ ইনকামিং কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর কিছু লোক নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে অবিস্ফোরিত তিনটি ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com