

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাসুদ রানা ওরফে সাগর (২৭)।
বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। এসময় মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানা পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মিরপুর এলাকায় বিক্রি করতো মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।