৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।

গ্রেফতারকৃতদের নাম- ১। মোছাঃ রোকেয়া খাতুন (৫৫) ২। খাদিজা আক্তার সাথী (২৫) ও ৩। মমতাজ বেগম (৫৪)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০০ পিস ইয়াবাসহ মোছাঃ রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com