ডিএমপির সিটিটিসি’র অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

ডিএমপির সিটিটিসি’র অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
প্রকাশিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১. এমদাদ হোসেন ও ২. শামীম হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) আনুমানিক ১০:৪০ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম একটি অভিযানিক দল রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল কোতোয়ালি থানার সাজা পরোয়নাভুক্ত আসামি শামীম হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামীম বিজ্ঞ আদালত কর্তৃক ১০ লক্ষ টাকা জরিমানা ও দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

অপরদিকে একই তারিখ দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আরেকটি অভিযানিক দল গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতোয়লি থানার সাজা পরোয়ানাভুক্ত আসামি এমদাদ হোসেন-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমদাদ বিজ্ঞ আদালত কর্তৃক ৭০ লক্ষ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com