

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতে গত আট দিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়িসহ ১৬৫ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আট দিনের অভিযানে ৩ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭১০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৭১৫ কেজি মাছ এবং ১ হাজার ৫৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নদী থেকে ৩৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৬৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।
অভিযানকালে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫টি মৎস্য আইনে, পাঁচটি বেপরোয়া গতি আইনে, দু’টি অপমৃত্যু, দু’টি ধর্ষণ, একটি নৌ দুর্ঘটনা আইনে, একটি বিশেষ ক্ষমতা আইনে, একটি সামুদ্রিক আইনে এবং দু’টি হত্যা মামলা। এছাড়াও ১৪টি মৃতদেহও উদ্ধার করে নৌ পুলিশ।
জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।