যুবদলকর্মী হত্যা: খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর

যুবদলকর্মী হত্যা: খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর
প্রকাশিত

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর।

রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির কথা ছিল।

তবে এদিন খায়রুল হকের আইনজীবী আইনজীবী সময়ের আবেদন করে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন আসামীপক্ষ সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির সময়টা একটু লম্বা তারিখ দিলে ভালো হয়। পরে হাইকোর্ট অক্টোবরে শুনানির দিন ঠিক করেন।

গত ৭ আগস্ট দাখিল করা আবেদনটি ১১ আগস্ট সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের ১৮ নম্বর ক্রমিকে ছিল। ওইদিন আবেদনটিতে খায়রুল হকের পক্ষে শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। তখন দুপক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ কারণে আজ সবার নজর ছিল শুনানি ঘিরে।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে এ মামলা ছাড়াও রায় জালিয়াতিসহ আরও তিনটি মামলা রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com