ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো: ১। ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬) ২। ঢাকা চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫) ৩। হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯) ৪। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯) ৫। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. বিল্লাল হোসেন (১৯) ৬। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের এর সক্রিয় কর্মী মো. মিলন মৃধা (২৩) ৭।কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আমির হোসেন (১৯) ৮। কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০) ৯। কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী মোঃ - শ্রাবণ আহমেদ ইভান (১৯) ১০। হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) ১১। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮) ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ০৭:৩০ ঘটিকায় হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়ীবাধ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হাজারীবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ১১জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com