দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট

দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট
প্রকাশিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২:৩৫ ঘটিকায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ৬টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে জননিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর আনুমানিক ০২:২৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ০৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।

নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামতসমূহ দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com