জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার: ছয় মাসের কারাদণ্ড

জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার: ছয় মাসের কারাদণ্ড
প্রকাশিত

মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মিরপুর-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) মিরপুর-ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।

সাজা পাওয়া দুই ব্যক্তি হলো: হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজর দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছিলেন। তবে, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনে।

ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে মিরপুর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সেই সাথে সাধারণ জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরকারি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com