বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুইজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছয় লক্ষ টাকার জাল নোট, ১৯ লক্ষ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুইটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেয় মর্মে জানা যায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com