
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধ প্রবণ এলাকাসমূহে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট ২০২৫ ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। রোহান(২০) ২। মোঃ পায়েল (২০) ৩। মোহাম্মদ হোসাইন (২০) ৪। মোঃ নাসির (২৫) ৫।জহিরুল ওরফে দ্বীন ইসলাম (২৮) ৬। মোঃ পলাশ (২২) ৭| মোঃ তামিম (১৯) ৮। মোঃ শহিদুল ইসলাম (২৮) ০৯। মোঃ শান্ত (২২) ১০| মোঃ টিপু (৩৬) । এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ,একটি লোহার চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাহুল (১৮) ২। জয়নাল ঝনু (৪৫) ৩। সোহেল (১৮) ৪। শান্ত (২২) ৫। জাহিদ হাসান (৩৫) ৬। সজিব (৩৮) ৭। লিটন(৩৫) ৮। রনি (৩২) ৯। আবদুল মালেক মুন্না (২৪) ১০। শুক্কর আলী(২১) ১১। শাকিল (২২) ১২। হাজেরা বেগম (৫৫) ১৩। ইউসুফ আলী (৬৬) ১৪। শামীম (২২) ।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে সাত জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। অমিত হাসান (২৬) ২। মোঃ সজিব আলী (২০) ৩। মোঃ লাদেন (২০) ৪। মোঃ সুমন মিয়া (২২) ৫। মোঃ ওমর ফারুক (২১) ৬। মোঃ রিফাত সিকদার (১৯) ৭। আলামিন (২৬) ।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সুমন (২২) ২। মোঃ এনামুল (২৩) ৩। আকাশ (২১) ৪। মো; তরিকুল ইসলাম (২৫) ৫। মোঃ ফয়সাল (২৬) । অন্যদিকে শেরেবাংলা নগর থানা কর্তৃক এক জন গ্রেফতার করা হয় ।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে নয় জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। সৈয়দ ইউনুস আলী (৬২) ২। শহিদুল ইসলাম ওরফে সিহাবুর রহমান শিপু (২১) ৩। মোঃ নুরুল ইসলাম (৫৪) ৪। রনি (২০) ৫। মোঃ সুমন ইসলাম (২২) ৬। মোঃ সেলিম মিয়া (৪৫) ৭। মোঃ শেফালী আক্তার (৩২) ৮। মোঃ সবুজ (২৮) ৯। মোঃ জসিম (৪০) ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।