

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৩২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ৩০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ২২ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৪ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১৩৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৬ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩ টি বাস, ১৯ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ৯৬ টি মোটরসাইকেলসহ মোট ২৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮১ টি গাড়ি ডাম্পিং ও ২০৫টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (৮ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।