

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ (সাতাশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল, কলাবাগান, শেরেবাংলা ও মুগদা থানা পুলিশ। এর মধ্যে বংশাল থানা চারজন, কলাবাগান থানা চারজন, রূপনগর থানা তিনজন ও মুগদা থানা ১৬ জনকে গ্রেফতার করেছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মিজানুর রহমান (৩০) ২। মো. শহীদ চান (৫৫) ৩। রনজিত কুমার সূত্রধর ও ৪। মো. জাকির হোসেন ।
অন্যদিকে কলাবাগান থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আলিফ চুকদার (১৯) ২। মোঃ ইমন (২৬) ৩। রমজান (২০) ৪। মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।
তাছাড়া শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সুয়েফ হোসেন সাঈফ (২০) ২। মোঃ সজিব রহমান (২৬) ৩। মো. মাহবুবুর রহমান (৩০)।
এছাড়াও মুগদা থানা থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। শামসুল আলম কুট্টি (৩২) ২। নিয়ামুল হুদা কাকন (২০) ৩। মো জাহিদুল ইসলাম ( ২৭। ৪। মো. সামসুল আলম (৪০) ৫। মো. সাকিব উদ্দিন (১৮) ৬। রুবেল (১৮) ৭। মো. বিল্লাল মিয়া (৩৬) ৮। আমির হোসেন (৪২) ৯। মো. সোহাগ (৩৫) ১০। মো. চাঁন মিয়া (৩৫) ১১। মো. আলমগীর (২৮) ১২। আলী হোসেন ( (৩৪) ১৩। মো. শাহাদাৎ ( ২৮) ১৪। মো. মারুফ হোসেন ( ৩০) ১৫। মো. নাজির হোসেন ( ৩৫) ও ১৬। মো. ইমন ( ২১) ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।