

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-১। পারভেজ (২৮) ২। রাকিব (১৯) ৩। সবুজ খান (২০) ৪। সালাউদ্দিন (২০) ৫। পারভেজ (৪২) ৬। সজিব (২৩) ৭। নয়ন (২০) ও ৮। আশিক (২৬)।
অপরদিকে নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) নিউমার্কেট থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল (৩৫) ২। মোঃ হাবিবুর রহমান (২৬) ৩। মোঃ হাবিব (২১) ৪। মোঃ তারেক (৩৩) ও ৫। মোঃ সোলায়মান (৩০)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।