
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত চারদিনে ৫০৯৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৭৭ টি মামলা, ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৪৪ টি মামলা, ২৯২ টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১৯৩ টি মামলা, ২৫৯ টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮৫ টি মামলা, ১৬৯ টি গাড়ি ডাম্পিং ও ৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।