অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: পাঁচ থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯ জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: পাঁচ থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯ জন
প্রকাশিত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা পুলিশ। এর মধ্যে বনানী থানা ০৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ০৩ জন, শেরেবাংলা নগর থানা ০৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে বার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-১। আ: কাদের মিয়া ২। মো: হোসেন ৩। মো: হাসান ৪। মো: তাজিম চৌধুরী (২০) ৫। শরীফুল ইসলাম শরীফ (৩০) ৬। শামীম আহম্মেদ জয় (২৪) ৭। মো: রবিন (২৫) ৮। মো: সেলিম মিয়া (৪৫) ৯। বাধন চন্দ্র দেবনাথ (২৬) ১০। অজিত দেওরী (৩২) ১১। মো: কামরুল (৩১) ১২। মো: রমজান শেখ (২২) ও ১৩। মোঃ জালাল (২৪)।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫) ২। মো: আল আমিন (২৮) ৩। বেল্লাল হোসেন (৩৩) ৪। জয়নাল আবেদীন (৫২) ৫। শ্রী অপূর্ব ব্যানার্জি) ৬। মো: আনোয়ার হোসেন (৫২) ৭। মো: আনোয়ার হোসেন (৪৮) ও ৮। মো: শরিফুল ইসলাম (৩২) ।

এছাড়া, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলামিন মোমেন (৩৩) ২। সুমন মিয়া (৩৫) ৩। মো: দেলোয়ার হোসেন (৩২) ৪। সাইফুল ইসলাম (২২) ৫। মো: সাদেক মিয়া (৫২) ৬। মো: ইউনুস আলী (৫৬) ৭। মো: শাকিল আহম্মেদ (৩৭) ৮। মো: সালমান (২১) ৯। মো: নাহিদ (২৩) ও ১০। মো: রাকিব (২২) ।

তা ছাড়া বনানী থানা সূত্রে জানা যায়, একই তারিখে অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।

গ্রেফতারকৃতরা- ১। মো. রাব্বী (১৯) ২। ওমর হোসেন টুটুল (২০) ৩। মো. সুজন হোসেন (৩০) ৪। মো. রাসেল জোফদ্দার (৩০) ও ৫। সোহেল খা।

এছাড়াও মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রমজান (২০) ২। মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩) ।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com