১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
প্রকাশিত

রাজধানীর পল্লবী থানা এলাকায় ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মর্জিনা বেগম (৫০) ও ২। ইয়াসমিন আক্তার শান্তা (৩২)।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৪:৪৫ টায় পল্লবী থানাধীন কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন কালশী এলাকার বালুর মাঠ বস্তিতে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকাসহ মর্জিনা ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com