
রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহিদ হাসান আলী লেন এলাকায় ওই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তাররা হলেন- নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)।
সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহিদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানকালে আলাউদ্দিন কৌশলে পালিয়ে গেলেও সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশিতে দু’টি পিস্তল ছাড়াও ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, এক বক্স বোমা তৈরির স্প্লিন্টারসহ ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।