

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমতিয়াজ (২৬) ও ২। রামিম হোসাইন বাবু (৩০)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ১১:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৩ নং রোডের ১৮ নং ভবনের তৃতীয় তলার কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় খিলক্ষেত থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার,২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলক্ষেত এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।