ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ০৫ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ০৫ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা ও তেজগাঁও থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো: ১। পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯) ২। পটুয়াখালী জেলার বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০) ৩। মতিঝিল থানার ৮ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬) ৪। মতিঝিল থানার ০৯ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮) ৫। খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো:আনোয়ার হোসেন বাবু (৪৮)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ০১:৪৫ ঘটিকায় তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা অনেকজন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় আকিদুল ইসলাম গ্রেফতার করে। অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা রুজু করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, খিলগাঁও থানায় (১৫ সেপ্টেম্বর) ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য খিলগাঁও থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে (১৯ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় খিলগাঁও থানা পুলিশ প্রভাতীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেফতার করে। অন্যদিকে রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় খিলগাঁও খানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com