চবির রব হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চবির হলে অভিযান চালিয়ে উদ্ধার করা দেশীয় অস্ত্র। ছবি : সংগৃহীত

চবির রব হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে ঘণ্টাব্যাপী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে - ১৭টি রামদাসহ, লাঠি, স্ট্যাম্প, রড, লোহার পাইপ ইত্যাদি।

প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা অভিযান চালিয়ে রামদা, পাইপ, রডসহ আরও কিছু দেশীয় অস্ত্র পেয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে, আমরা একে একে বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযান পরিচালনা করব।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com