বেনাপোলে পাসপোর্টধারীদের জিম্মি করে ছিনতাই, পলাতক ১১ আসামি গ্রেফতার

বেনাপোলে পাসপোর্টধারীদের জিম্মি করে ছিনতাই, পলাতক ১১ আসামি গ্রেফতার
প্রকাশিত

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে সীমান্তে পাসপোর্টধারীদের জিম্মি করে ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন মামলার পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা হলেন: বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), আনোয়ারের ছেলে বাবু (২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত (২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।

অপরদিকে গ্রেফতার নিয়মিত মামলার আসামিরা হলেন: পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।

বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলী আশরাফ জানান, সীমান্তে ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিত আসামিরা। প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোস্টে প্রভাবশালীদের ছত্র-ছায়ায় অপরাধ করে আসছিল।

গত ৫ আগস্টের পর এদের ধরতে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতি পুলিশকে জানায়। কিন্তু এরা আটকের কিছু দিন পর ছাড়া পেয়ে আবার প্রতারণায় যুক্ত হয় বলে জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com