কামরাঙ্গীরচর থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও রিভলবার উদ্ধার

কামরাঙ্গীরচর থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও রিভলবার উদ্ধার

প্রকাশিত

রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি ৮ চেম্বারের রিভলবার উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে ২৬ সেপ্টেম্বর রাত ৩:৩০ ঘটিকায় শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় পাঁচ তলা বিশিষ্ট একটি ভবনের ছাদে কবুতরের খাবার রাখার একটি ড্রামের ভেতর থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য শ্যামপুর মডেল থানায় জমা করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com