নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে হিমাগারে ডাকাতি, সিআইডির হাতে গ্রেফতার ০২

নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে হিমাগারে ডাকাতি, সিআইডির হাতে গ্রেফতার ০২
প্রকাশিত

রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

এলআইসি শাখার তথ্যপ্রযুক্তি সহায়তায় ডাকাতির সহিত জড়িত আসামিদের সনাক্ত করতঃ সিআইডি রাজশাহী জেলা ও মেট্রোর একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিয়ান পরিচালনা করে আসামি (১) মো. সাজেদুল ইসলাম, পিতা-মফজেল হোসেন, সাং- হরিণাগোপাল, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা - সিরাজগঞ্জ এবং (২) মো. রুবেল, পিং- মৃত মোজাম্মেল হক, সাং- বেনোটিয়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে ।

গত ০৭/০৮/২০২৫ তারিখ রাত দেড়টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘দেশ কোল্ডস্টোর' নামক এক হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রক্ষিত মূল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিয়ে যায় ডাকাতেরা।

এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাঙচুর এবং নগদ ৩ লক্ষ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লক্ষ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতেরা। এ সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০২, তারিখ- ০৭/০৮/২০২৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন যে, অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, চাপড়, ও হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ “দেশ কোল্ড” ষ্টোরেজ (প্রা.) লি. নামক প্রতিষ্ঠান এর প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। প্রধান গেটে থাকা ০২ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ড রুমের পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮ জন লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত-পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুম ভাংচুর করে। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে গোলআলু হিমাগারে সংরক্ষণের ভাড়া বাবদ আদায়কৃত অর্থ নিয়ে নেয়। এছাড়াও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও চোখ বেঁধে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিয়ে যায় ।

সংবাদ মাধ্যমে দৃষ্টিগোচর হওয়ায় সিআইডির এলআইসি শাখা মামলাটির ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির সহিত জড়িত আসামিদের সনাক্ত করতঃ সিআইডি রাজশাহী জেলা ও মেট্রোর একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিয়ান পরিচালনা করে আসামি (১) মো. সাজেদুল ইসলাম, পিতা- মফজেল এবং (২) মো. রুবেল, পিং- মৃত মোজাম্মেল হকদ্বয়কে গ্রেফতার করে।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামি সনাক্তকরণ ও গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল সমূহ উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com