বাসা ভাড়া নেওয়ার কথা বলে দামি মোবাইল ফোন চুরি: সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার

বাসা ভাড়া নেওয়ার কথা বলে দামি মোবাইল ফোন চুরি: সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। তিশা আক্তার (২১) ২। ঈশা আক্তার (১৮) ও ৩। জেসমিন (৪২)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে এবং কৌশলে উক্ত বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়।

ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা হতে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়।

উল্লেখ্য তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে আটক হয়। সবুজবাগ থানা আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে উক্ত আসামিদের ধানমন্ডি মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাত আনুমানিক ০৭:৫০ ঘটিকায় জেসমিনকে একটি পার্সসহ মিরপুর রোডস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com