ঝটিকা মিছিল পরিকল্পনাকার হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিল পরিকল্পনাকার হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গত ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের আয়োজক মোঃ সজিবুল ইসলাম হৃদয় (২৩) ২ । ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩) ৩। লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী মোঃ রায়হান ওরফে পলিন (২৮) ৪। পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি সদস্য মোঃ শাহাদাৎ নবী খোকা (৪২) ৫। শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মানিক (৩০) ৬। কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিল হোসেন পলাশ (৫৮) ৭। শরীয়তপুর সদর থানা আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা (৫০) ও ৮। নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল্লা বিন আজিজকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮:৩০ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রায়হান ওরফে পলিন গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিনে রাত ১:৩০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাৎ নবী খোকাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আমিনুর রহমান মানিককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জামিল হোসেন পলাশকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় কারার শাহরিয়ার আহমদকে উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com