নীলফামারীর সাবেক এমপি ও যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার

নীলফামারীর সাবেক এমপি ও যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার
প্রকাশিত

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ।

পুলিশ জানায়, গত বছরের জুলাই মাসে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকাসহ জলঢাকা থানায় পাভেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি গ্রেপ্তার হলেন।

ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ বলেন, হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদ্দাম হোসেন পাভেলকে শোন-অ্যারেস্টের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com