

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম কর্তৃক পরিচালিত এক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি বরিশাল জেলার উজিরপুর থানার শোলক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম সরদার (২৫) গ্রেফতার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আনুমানিক ০১:২০ ঘটিকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটি অভিযানিক দল পল্টন থানাধীন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের নিচ তলায় অভিযান চালিয়ে বরিশাল উজিরপুর থানার ৬টি সাজা পরোয়নাভুক্ত আসামি ফাহিম সরদারকে গ্রেফতার করে। উজিরপুর থানার ওয়ারেন্ট অফিসারের অধিযাচনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।